বেইজিংয়ে প্রতিষ্ঠিত হলো দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়া মিডিয়া অ্যালায়েন্স
2024-02-01 14:18:14

ফেব্রুয়ারি ১: চীনের ইয়ুননান প্রদেশের দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র এবং চায়না ডেইলির এশিয়া-প্যাসিফিক শাখার যৌথ উদ্যোগে গঠিত হলো দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়া মিডিয়া অ্যালায়েন্স। গতকাল (বুধবার) বেইজিংয়ে এ উদ্যোগ চালু হয়।

এই অ্যালায়েন্সের লক্ষ্য হলো—ইয়ুননান প্রদেশটির দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়ার কাছাকাছি হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে চীন, দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়ার পারস্পরিক মিডিয়া সহযোগিতা জোরদার করা। পাশাপাশি এসব অঞ্চলের জনগণের বোঝাপড়া বাড়ানো এবং আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গতি আনা।

দক্ষিণ এশিয়া ও পূর্ব-দক্ষিণ এশিয়ার প্রধান গণমাধ্যম, সাংবাদিক সমিতি ও সংবাদ সংস্থাগুলোকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে এই  অ্যালায়েন্স। সেইসঙ্গে প্ল্যাটফর্ম ও তথ্য ভাগাভাগি, প্রযুক্তিগত উদ্ভাবনের প্রচার এবং সাংস্কৃতিক যোগাযোগ জোরদারেও গভীর সহযোগিতা করবে এই উদ্যোগ।

 (তুহিনা/ফয়সল/শুয়েই)