যুক্তরাষ্ট্রকে অন্য দেশকে অপমান করার জন্য সাইবার নিরাপত্তা ইস্যুর ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন
2024-02-01 17:28:46

ফেব্রুয়ারি ১: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের সৃষ্ট তথাকথিত ‘চীনা হ্যাকার’ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, চীন যে কোনো ধরনের সাইবার হামলার দৃঢ় বিরোধিতা করে এবং আইন অনুযায়ী তা দমন করে। বৈধ প্রমাণ ছাড়া যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় এবং চীনের বিরুদ্ধে তার ভিত্তিহীন অভিযোগ ও অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন-ভাবে চীনের বিরুদ্ধে অভিযোগ করে। চীন এর দৃঢ় বিরোধিতা করে। ওয়াং ওয়েন বিন উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র সাইবার হামলার সূচনাকারী। চীন যুক্তরাষ্ট্রকে সাইবার তথ্য চুরি এবং বিশ্বব্যাপী আক্রমণ বন্ধ করা এবং অন্যান্য দেশকে প্রতিরোধে সাইবার নিরাপত্তার অজুহাত ব্যবহার বন্ধ করার আহ্বান জানায়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)