গাজার মানবিক অবস্থা নিশ্চিত করা জরুরি: চীন
2024-02-01 19:10:30

ফেব্রুয়ারি ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন যে,  ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত প্রায় চার মাস ধরে চলছে এবং গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক বিপর্যয় ঘটছে। বর্তমান পরিস্থিতিতে, যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসান ছাড়া, সঙ্কট কমানোর অন্য কোনও বিকল্প নেই; বেসামরিক নাগরিকদের রক্ষা করা ছাড়া, আর কোনও জরুরি অগ্রাধিকার নেই। নিকট প্রাচ্যে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা গাজার মানবিক পরিস্থিতি প্রশমনে গুরুত্বপূর্ণ চেষ্টা করেছে এবং একটি অপরিহার্য ভূমিকা পালন করেছে। প্রাসঙ্গিক তথ্যে দেখা যায় যে, গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি লোকের দুই-তৃতীয়াংশ সংস্থাটি থেকে সহায়তা পেয়েছে। সংস্থার কাজের স্বাভাবিক ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করা মানবিক ত্রাণ কাজের ধারাবাহিকতা, গাজার জনগণের জীবনের মৌলিক নিরাপত্তা এবং হতাশায় জর্জরিত শরণার্থীদের বেঁচে থাকার শেষ অবলম্বন।

(শুয়েই/তৌহিদ/আকাশ)