যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজে হুথির হামলা
2024-02-01 14:19:24

ফেব্রুয়ারি ১: গতকাল (বুধবার) এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি মালবাহী জাহাজে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারায়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ‘কেওআই’ নামে মালবাহী জাহাজটি ইসরায়েলের একটি বন্দরে যাচ্ছিল।  তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন লোহিত সাগরের পরিস্থিতি আরও উত্তেজনাময় করে, তবে হুথিও ‘তীব্রতর পদক্ষেপ’ নিয়ে প্রতিক্রিয়া জানাবে।

এখন পর্যন্ত এ নিয়ে যুক্তরাষ্ট্র কোনও বিবৃতি দেয়নি।

(তুহিনা/ফয়সল/শুয়েই)