পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৪ সালের নববর্ষ সংবর্ধনা অনুষ্ঠিত
2024-02-01 14:10:06

ফেব্রুয়ারি ১: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৪ সালের নববর্ষ সংবর্ধনার আয়োজন করেন। বিভিন্ন দেশের কূটনীতিবিদ, চীনে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনের সরকারি দপ্তরের ৪ শ’রও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়াং ই বলেন, এক বছর ধরে চীনের কূটনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং দায়িত্ববোধের সঙ্গেই এগিয়ে গেছে। সংলাপ ও সহযোগিতায় অবিচল থেকে, প্রধান দেশগুলোর মধ্যে সুস্থ মিথস্ক্রিয়ায় একটি দৃঢ় স্তম্ভ হিসেবে কাজ করছে চীন। সেইসঙ্গে বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা ও অন্তর্ভুক্তির নীতিতে এশিয়ান সম্প্রদায়ের যৌথ নির্মাণে একটি নির্ভরযোগ্য অংশীদার এই দেশ। হাতে হাত রেখে ‘গ্লোবাল সাউথ’র অবিচল সদস্য হয়েছে চীন। একইসঙ্গে শান্তি আলোচনা ও বিশ্বশান্তি রক্ষার গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উন্মুক্তকরণে অবিচল থেকে বৈশ্বিক পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত করার ইঞ্জিনে পরিণত হয়েছে চীন।

তিনি আরও বলেন, ২০২৪ সাল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং সার্বিকভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বছর। মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায় চীন। নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় কূটনীতির আছে এক সুউচ্চ লক্ষ্য। বিভিন্ন দেশের সঙ্গে শান্তি ও নিরাপত্তার ভিত্তি স্থাপনের পাশাপাশি উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যতও প্রতিষ্ঠা করতে চায় চীন।

চীনে বিদেশি কূটনৈতিক কর্পের ডিন এবং চীনে ক্যামেরুনের রাষ্ট্রদূত মার্টিন এমপানা কূটনৈতিক কর্পের পক্ষ থেকে চীনের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বকে আরও নিরাপদ, আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে চীনের প্রস্তাবিত তিনটি বৈশ্বিক উদ্যোগের নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশ যৌথ প্রচেষ্টা চালানোর প্রত্যাশা করে।

 

প্রেমা/ফয়সল/রুবি