ফেব্রুয়ারি ১: ২৮ জানুয়ারি চীন ও থাইল্যান্ড সাধারণ পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সিঙ্গাপুর এবং অ্যান্টিগুয়া এন্ড বার্বুডার পর থাইল্যান্ড তৃতীয় দেশ, যারা এ বছর চীনের সাথে একটি পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি স্বাক্ষর করেছে, সাধারণ পাসপোর্টধারীরা এতে উপকৃত হচ্ছে। পাঁচটি মহাদেশের ২৩টি দেশের সঙ্গে চীনের পারস্পরিক ভিসা-ছাড়ের ব্যবস্থা কার্যকর হয়েছে।
বর্তমানে, চীন ১৫৭টি দেশের সাথে বিভিন্ন ধরনের পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি করেছে এবং ভিসা পদ্ধতি সহজ করার জন্য ৪৪টি দেশের সাথে চুক্তি বা ব্যবস্থা করেছে। এ ছাড়া, ৬০টিরও বেশি দেশ এবং অঞ্চল চীনা নাগরিকদের ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে।
ভিসা সহজীকরণ ব্যবস্থার একটি সিরিজ নিঃসন্দেহে চীনকে অন্যান্য দেশের কাছাকাছি নিয়ে এসেছে। একই সময়, আরও দেশ চীনা নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা সুবিধা দিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বলেন যে, বহির্বিশ্বে উচ্চ-স্তরের উন্মুক্তকরণের জন্য চীনের আস্থা ও সংকল্প কখনোই পরিবর্তন হয়নি। চীন সারা বিশ্বের বন্ধুদের ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও চীনে অধ্যয়নে স্বাগত জানায়। চীনা নাগরিকদের বিদেশে যাতায়াত আরও সুবিধাজনক করার চেষ্টা করবে বেইজিং।
জিনিয়া/তৌহিদ