নাইরোবিতে সিএমজির বসন্ত উৎসব গালার প্রস্তুতি অনুষ্ঠান সম্পন্ন
2024-02-01 15:37:50

ফেব্রুয়ারি ১: গতকাল (বুধবার) নাইরোবিতে জাতিসংঘের কার্যালয়ে আয়োজিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বসন্ত উৎসবের গালার প্রস্তুতিমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল ‘চীনা বসন্ত উৎসব পালিত এবং সিএমজির বসন্ত উৎসব গালা উপভোগ’। এর মাধ্যমে বাস্তবায়ন হলো আন্তর্জাতিক সংস্কৃতি ও ভিন্ন সভ্যতার পারস্পরিক বিনিময়।

 

জাতিসংঘের উপমহাসচিব ও নাইরোবি কার্যালয়ের মহাপরিচালক জয়নাব হাওয়া বাঙ্গুরা, জাতিসংঘের পরিবেশ বিভাগে নিযুক্ত চীনা প্রতিনিধি ও কেনিয়ায় চীনা রাষ্ট্রদূত চৌ পিং চিয়ানসহ জাতিসংঘের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের প্রস্তাবে বসন্ত উৎসব আন্তর্জাতিক ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে। এটি চীনা সভ্যতা ও পূর্ব এশিয়ার সংস্কৃতির প্রতিফলন। জাতিসংঘের বহুমুখী ও সহনশীল সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিফলনও দেখায় এটি। চীনের বসন্ত উৎসবের গালা টানা ৪১ বছর ধরে আয়োজিত হয়ে আসছে। প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে এটি গভীর ছাপ ফেলছে। উৎসবটি চীনের সংস্কৃতির একটি প্রতিশব্দে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চলতি বছর নতুন প্রযুক্তি ও শিল্পকলার হাত ধরে বিশ্বের দর্শকদের সামনে সৌন্দর্যের ডালি মেলে ধরবে বসন্ত উৎসব গালা। একইসঙ্গে আফ্রিকান দেশগুলোর বন্ধুদের সঙ্গে আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়নেরও চেষ্টা করবে সিএমজি,যাতে করে চীন-আফ্রিকার অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে অবদান রাখা যায়।’

 

জাতিসংঘের নাইরোবি কার্যালয়ের মহাপরিচালক বাঙ্গুরা বলেন, ‘জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো বসন্ত উৎসবটি আন্তর্জাতিক ছুটি হিসেবে নির্ধারিত হলো।’ উৎসব উদযাপনকারীদের জন্য শান্তি,সমৃদ্ধি ও মঙ্গলময় জীবন কামনা করেন তিনি।

 

(সুবর্ণা/ফয়সল/শুয়ে ফেই ফেই)