গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের রক্ষা ও মানবিক পরিস্থিতি সহজ করার আহবান জানায় চীন
2024-01-31 17:55:27

জানুয়ারি ৩১: আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত এবং লোহিত সাগরের পরিস্থিতি সম্পর্কে চীনের অবস্থান সবসময়ই পরিষ্কার। চীন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও যুদ্ধের অবসান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক পরিস্থিতি সহজ করা এবং ‘দুই-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের পক্ষে আছে। আন্তর্জাতিক সমাজের উচিত যৌথভাবে লোহিত সাগরের জলরাশিতে নৌপথের নিরাপত্তা বজায় রাখা।

(জিনিয়া/তৌহিদ)