সিপিসি’র পলিট ব্যুরোর সম্মেলন আয়োজিত
2024-01-31 20:11:14

জানুয়ারি ৩১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটি ব্যুরো আজ (বুধবার) সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির বিস্তৃত পরিস্থিতি পর্যালোচনা করার জন্য একটি সভা আয়োজন করেছে এবং জাতীয় গণকংগ্রেস, রাষ্ট্রীয় পরিষদ, জাতীয় পরামর্শ সম্মেলন, সর্বোচ্চ গণ-আদালত, সর্বোচ্চ গণ-প্রসিকিউটর এবং কেন্দ্রীয় সচিবালয়ের কাজের রিপোর্ট, "সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা বাস্তবায়নের রিপোর্ট’, "নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারার অধ্যয়ন এবং বাস্তবায়নের উপর শিক্ষার ফলাফল একীকরণ এবং সম্প্রসারণের বিষয়ে মতামত" যাচাই করেছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বৈঠকে সভাপতিত্ব করেছেন।

সম্মেলনে জোর দেওয়া হয়েছে যে, ২০২৪ সাল হল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং "১৪তম পঞ্চদশ পরিকল্পনার" লক্ষ্য এবং কাজ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ বছর। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের প্রচারে মনোনিবেশ করা সবচেয়ে বড় রাজনৈতিক কাজ। আমাদের অবশ্যই উচ্চ-মানের উন্নয়নের প্রাথমিক কাজ উপলব্ধি করতে হবে, সংস্কার ও উন্মুক্তকরণ গভীর করতে হবে, কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনের নির্ধারিত প্রধান কাজের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং কার্যকর গুণগত উন্নতি এবং যৌক্তিক পরিমাণগত বৃদ্ধি অর্জনের জন্য অর্থনীতিকে উন্নত করতে হবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)