মালয়েশিয়ার নতুন রাষ্ট্রপ্রধানকে সি চিন পিং-এর অভিনন্দন
2024-01-31 17:12:50

জানুয়ারি ৩১: আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মালয়েশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য সুলতান ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন।

 

সি চিন পিং উল্লেখ করেন যে, চীন ও মালয়েশিয়া বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, দুই দেশের মধ্যে বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, উভয় পক্ষ পারস্পরিক সম্মান, সমতা, পারস্পরিক সুবিধা এবং উভয় কল্যাণের সহযোগিতা মেনে চলে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা করেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের একটি ভাল গতি বজায় রেখেছে। ২০২৩ সালে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে জনাব সি বলেন, চীন ও মালয়েশিয়া একটি অভিন্ন কল্যাণের সমাজ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালে চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং "চীন-মালয়েশিয়া বন্ধুত্বের বর্ষ।" মালয়েশিয়া চীন-আসিয়ান সম্পর্কের সমন্বয়কারী দেশ হিসবে দায়িত্ব পালন করবে এবং চীন-মালয়েশিয়া সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগের সামনে এসেছে। জনাব ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিনিময় করা, চীন ও মালয়েশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ করা, ক্রমাগত নতুন সাফল্য অর্জন করা, দু’দেশের জনগণকে আরও সুবিধা দেওয়া এবং আঞ্চলিক সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখতে চান জনাব সি চিন পিং।

(শুয়েই/তৌহিদ/আকাশ)