হুয়াংইয়ান দ্বীপে ফিলিপিন্সের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন চীনের কোস্ট গার্ডের মুখপাত্র
2024-01-31 17:44:49

 

জানুয়ারি ৩১: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র গান ইয়ু বলেছেন, গত রোববার, ফিলিপিন্সের ৪জন কর্মী অবৈধভাবে দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপে অনুপ্রবেশ করেছিল। চীনা কোস্ট গার্ড তাদের সতর্ক করে দেয় এবং আইন অনুযায়ী তাদের তাড়িয়ে দেয়।

হুয়াংইয়ান দ্বীপ এবং তার সংলগ্ন জলসীমার উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে এবং ফিলিপিন্সের সীমানা লঙ্ঘনের বিরুদ্ধে সবসময় দৃঢ় বিরোধিতা করে চীন। চায়না কোস্ট গার্ড বরাবরের মতো, চীনের জলসীমায় অধিকার ও আইন প্রয়োগ করবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

(জিনিয়া/তৌহিদ)