সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার নয়: নেতানিয়াহু
2024-01-31 16:30:41

জানুয়ারি ৩১: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল (মঙ্গলবার) বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধবিরতি চুক্তির জন্য আন্তর্জাতিক সমাজের প্রচেষ্টা সত্ত্বেও, ইসরায়েলের সম্পূর্ণ বিজয় অর্জিত না-হওয়া পর্যন্ত, গাজা থেকে সৈন্য প্রত্যাহার করা হবে না। ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি ইহুদি বসতিতে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু আরও বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তির পক্ষে বিভিন্ন যুক্তি শুনেছেন। তবে, চূড়ান্ত লক্ষ্য অর্জিত না-হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস)-কে নির্মূল করা, ইসরায়েলি বন্দীদের মুক্ত করা, এবং ইসরায়েলের জন্য গাজা আর হুমকি সৃষ্টি করবে না—তা নিশ্চিত করা।

এদিকে, হামাসের পলিটব্যুরোর নেতা ইসমাইল হানিয়া গতকাল এক বিবৃতিতে বলেন,হামাস ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব পেয়েছে। হামাসের প্রধান লক্ষ্য হল, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সমাপ্তি এবং এই এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। হামাস চুক্তিটির খসড়া পরখ করে দেখবে। হামাস গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে পারে—এমন যে-কোনো প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। (অনুপমা/আলিম)