ইসরায়েলি বিমান-হামলায় গাজায় নিহত ১১
2024-01-31 16:32:09

জানুয়ারি ৩১: ইসরায়েলি বিমান-হামলায় গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় রাতে, গাজা উপত্যকার দেইর আল-বায়রাহ শহরের একটি বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি টিভি এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যানুসারে, ইসরায়েলি বাহিনী একই দিনে গাজার বুরিজ শরণার্থী শিবির এবং নুসায়রাত শরণার্থী শিবিরেও বোমাবর্ষণ করে।

এদিকে, গাজার স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় মোট ১১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে; আহত হয়েছে আরও ২৪৯ জন। আর গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ২৬ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত ও ৬৫ সহস্রাধিক আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

ওদিকে, ফিলিস্তিন থেকে পাওয়া এক খবর অনুসারে, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) গাজা উপত্যকায় নতুন দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ (বুধবার) মিসরে একটি প্রতিনিধিদল পাঠাবে। (অনুপমা/আলিম)