চীন তাইওয়ান ইস্যুতে কোনো বাহ্যিক হস্তক্ষেপে কোনো আপস বা ছাড় দেবে না
2024-01-31 17:14:58

জানুয়ারি ৩১: চীন তাইওয়ান ইস্যুতে কোনো বাহ্যিক হস্তক্ষেপে কোনো আপস বা ছাড় দেবে না। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ছেন বিন হুয়া এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের চীন-বিরোধী শক্তি সবসময় তাইওয়ান ইস্যু নিয়ে তাইওয়ান প্রণালীতে হাঙ্গামা সৃষ্টি করতে চেয়েছিল। যা তাইওয়ানের জনস্বার্থের জন্যও ক্ষতিকর। বাস্তবতা প্রমাণ করেছে যে, চীন কোনো ধরনের ‘তাইওয়ান প্রয়াসীদের’ সুযোগ দেবে না। কোনো বাহ্যিক হস্তক্ষেপে কোনো আপস বা ছাড় দেবে না।

 

(শুয়েই/তৌহিদ/আকাশ)