চীনের ভিসা-মুক্ত ‘বন্ধুবলয়’ প্রসারিত হচ্ছে
2024-01-31 17:47:08

জানুয়ারি ৩১: আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, এখন পর্যন্ত চীন ১৫৭টি দেশের সাথে বিভিন্ন পর্যায়ের পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি করেছে, ৪৪টি দেশের সাথে ‘সরল ভিসা পদ্ধতির’ চুক্তি বা ব্যবস্থা করেছে এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাত-সহ ২৩টি দেশের সঙ্গে ভিসা-মুক্ত যাতায়াত বাস্তবায়ন করেছে। এ ছাড়া, ৬০টিরও বেশি দেশ এবং অঞ্চল চীনা নাগরিকদের ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিয়েছে।

মুখপাত্র বলেন, ভিসা নীতি অপ্টিমাইজ করা এবং চীন ও বিদেশের মধ্যে কর্মী বিনিময় প্রচার চীনের উচ্চ মানের উন্নয়ন এবং বহির্বিশ্বের সঙ্গে উচ্চ-স্তরের উন্মুক্তকরণের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ এবং চীন ও বিদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করার সুযোগ দেবে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার প্রধান সম্প্রতি বলেছেন যে, চীনের ভিসা-মুক্ত নীতি বিশ্বের পর্যটন শিল্প এগিয়ে নেবে এবং চীনের পর্যটন শিল্প প্রতিবেশী দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেবে।

(জিনিয়া/তৌহিদ)