চীন-মার্কিন শিক্ষা বিনিময় খাতের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত
2024-01-31 21:22:23

জানুয়ারি ৩১: সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস ওয়াশিংটনে চীন-মার্কিন শিক্ষার্থী বিনিময়ের ৪৫তম বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করেছে। এতে চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং চীন-মার্কিন শিক্ষা বিনিময় খাতের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন। এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেছেন। 


চীনা রাষ্ট্রদূত বলেন, ৪৫ বছরে চীন ও যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে সহযোগিতা উন্নত হয়েছে। যা দু’দেশের সাংস্কৃতিক ও ব্যক্তিগত পর্যায়ের বিনিময়ের সবচেয়ে ফলপ্রসূ বিষয়। এটা চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের একটি মৌলিক প্রকল্প। সাম্প্রতিক বছরগুলোতে কিছু সমস্যা হলেও, দু’দেশের জনগণের বোঝাপড়া ও শিক্ষার আগ্রহে বাধা তৈরি হবে না। 


রাষ্ট্রদূত বলেন, প্রত্যেক মাসে কয়েক ডজন চীনা শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে আগমন প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। এসব শিক্ষার্থীদের বৈধ ও কার্যকর ভিসা আছেন, তাদের অপরাধের তথ্যও নাই। তাঁরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় অযৌক্তিকভাবে ‘ছোট কালো ঘরে’ নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি তাদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিয়ে বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানো হয়। এহেন আচরণ একেবারে অগ্রহণযোগ্য। চীন  ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে তীব্র অসন্তোষ জানিয়েছে। চীনা নাগরিকদের বৈধ ও যথাযথ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে বেইজিং।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)