চলতি বছর বিশ্ব অর্থনীতি ৩.১ শতাংশ বাড়বে: আইএমএফ
2024-01-31 10:37:59

জানুয়ারি ৩১: চলতি বছর বিশ্ব অর্থনীতিতে ৩.১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক আপডেট রিপোর্টে এ পূর্বাভাষ দিয়েছে, যা আগের বছরের অক্টোবরের পূর্বাভাষের চেয়ে ০.২ শতাংশ পয়েন্ট বেশি।

আইএমএফ রিপোর্ট অনুসারে, মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে বেশ কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

আইএমএফ-এর প্রধান অর্থনীতিবিদ জানান, বিশ্ব অর্থনীতি চাঙ্গা হচ্ছে, মুদ্রাস্ফীতি পর্যায়ক্রমে কমছে, এবং প্রবৃদ্ধির প্রবণতাও এখন যথেষ্ট শক্তিশালী।  (প্রেমা/আলিম/রুবি)