যুক্তরাষ্ট্রের উচিত চীনা শিক্ষার্থীর বৈধ স্বার্থ রক্ষা করা
2024-01-31 17:13:46

জানুয়ারি ৩১: চীন যুক্তরাষ্ট্রকে সে দেশে অধ্যয়নরত চীনা শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের নিরাপত্তা ও বৈধ স্বার্থ রক্ষার তাগিদ দেয়। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন।

সম্প্রতি, ওয়াশিংটন ডুলেস বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় চীনা ছাত্রকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। মার্কিন আইন প্রয়োগকারীরা বারবার ছাত্রকে তার রাজনৈতিক পটভূমি এবং বৈজ্ঞানিক গবেষণার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং মুক্তির শর্ত হিসাবে তাকে চীন সরকারের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ করতে বলেছিলেন। চীনা ছাত্র সে দাবি প্রত্যাখ্যান করার পরে, তার ভিসা বাতিল করা হয় এবং জোরপূর্বক ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এই সম্বন্ধে ওয়াং ওয়েন বিন বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপগুলো ব্যক্তির বৈধ অধিকার ও স্বার্থ গুরুতরভাবে লঙ্ঘন করেছে, চীন-মার্কিন সাংস্কৃতিক বিনিময়, কর্মী বিনিময়ে গুরুতর হস্তক্ষেপ করেছে এবং বিনিময়কে শক্তিশালীকরণ এবং সহজতর করার বিষয়ে চীনা ও মার্কিন প্রেসিডেন্টদ্বয়ের ঐকমত্যকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে।

মুখপাত্র আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট বাইডেনের বিবৃতি এবং সান ফ্রান্সিসকোতে চীন-মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের উপনীত ঐকমত্য বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি, অবিলম্বে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের দমন ও সীমাবদ্ধ করার অজুহাত হিসাবে তথাকথিত "জাতীয় নিরাপত্তার" ব্যবহার বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রে চীনা ছাত্র ও পণ্ডিতদের নিরাপত্তা এবং বৈধ অধিকার ও স্বার্থ কার্যকরভাবে রক্ষা করতে হবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যক্তি পর্যায়ে বিনিময়, সাংস্কৃতিক বিনিময় এবং কর্মী বিনিময়ের প্রতিবন্ধকতা দূর করতে হবে। চীন জাতীয় নিরাপত্তা এবং চীনা নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)