‘হংকংয়ের মৌলিক আইনের’ ২৩ ধারার আইন সম্পর্কে চীনা মুখপাত্রের মন্তব্য
2024-01-31 21:21:03


জানুয়ারি ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে জানান, ‘হংকংয়ের মৌলিক আইনের’ ২৩ ধারার আইন প্রণয়নের কাজ শেষ হওয়ার পর, তা হংকংবাসীদের মৌলিক কল্যাণ নিশ্চিত করবে। 


জনাব মুখপাত্র জানান, জাতীয় নিরাপত্তা রক্ষায় ‘হংকংয়ের মৌলিক আইনের’ ২৩ ধারার আইন প্রণয়ন করা হবে। এতে হংকংয়ের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সুশৃঙ্খলা এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত হবে। 


চীনা মুখপাত্র জানান, ‘হংকংয়ের মৌলিক আইনের’ ২৩ ধারার আইনের প্রণয়নের কাজ শেষ হওয়ার পর, তা হংকংবাসীদের মৌলিক কল্যাণ ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের কল্যাণে ভূমিকা রাখবে। যা হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাশাপাশি, তাতে হংকংয়ের উচ্চ গুণগত মানের উন্নয়ন ও উন্মুক্তকরণ নিশ্চিত করা যায়। 


তিনি জানান, ‘হংকংয়ের মৌলিক আইনের’ ২৩ ধারার আইনের প্রণয়নের কাজ শেষ হওয়ার পর, অর্থনৈতিক উন্নয়ন ও গণজীবন উন্নয়নের উপর হংকং ফোকাস করবে এবং নিজের সুবিধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে হংকং। পাশাপাশি, হংকং নিজের উচ্চ গুণগত মানের উন্নয়ন বাস্তবায়ন করতে পারবে। 


তিনি আরও বলেন, চীন এতে সমর্থন দেয়; যা হংকংবাসীর ব্যাপক প্রত্যাশা।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)