যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্ট চীনের সঙ্গে স্বাস্থ্যকর, স্থিতিশীল ও টেকসই সম্পর্ক রাখবে: চীনের প্রত্যাশা
2024-01-31 17:46:27

জানুয়ারি ৩১: আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, মার্কিন নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার নীতি মেনে চলে এবং মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে না। তিনি জোর দিয়ে বলেন যে, চীন-মার্কিন সম্পর্ক উন্নয়ন দুই দেশ এবং তাদের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের পরবর্তী যে কোনো প্রেসিডেন্ট পারস্পরিক শ্রদ্ধার নীতি অনুসারে একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই বিকাশের জন্য চীন-মার্কিন সম্পর্ককে উন্নত করতে পারে। একই সাথে, চীন দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করবে।

(জিনিয়া/তৌহিদ)