যুক্তরাষ্ট্র মুখে বলছে ‘তাইওয়ানকে সমর্থন’, আসলে তাইওয়ানের ক্ষতি করছে: মুখপাত্র
2024-01-31 19:41:27

জানুয়ারি ৩১: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন পিন হুয়া আজ (বুধবার) বেইজিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সব সময় শুধু নিজের স্বার্থ বিবেচনা করে আসছে। তারা মুখে বলছে তাইওয়ানকে সমর্থন দেয়, আসলে তাইওয়ানের ক্ষতি করছে। 


সম্প্রতি চীনের তাইওয়ান অঞ্চলে একটি জরিপে দেখা যায়, মাত্র ৩৪ শতাংশ জরিপ অংশগ্রহণকারীরা মনে করেন, যুক্তরাষ্ট্র হচ্ছে ‘বিশ্বস্ত দেশ’। যা ২০২১ সালের চেয়ে ১১ শতাংশ কমেছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্র বিশ্বস্ত কি না- এ নিয়ে তাইওয়ানবাসীদের মনে সন্দেহ ও দ্বিধা রয়েছে। এ সম্পর্কে মুখপাত্র ছেন পিন হুয়া বলেন, এতে বোঝা যায় যে, আরও বেশি তাইওয়ানবাসী মনে করছেন যে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতা’ সফল হবে না।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)