রাশিয়া ও বেলারুশ থেকে খাদ্যশস্য ইইউ-তে পরিবহনে বাধা দেবে না লাতভিয়া
2024-01-31 11:35:56

জানুয়ারি ৩১: গতকাল (বুধবার) লাতভিয়ার কৃষিমন্ত্রী আরমান্ডস ক্রাউজ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাশিয়া ও বেলারুশ থেকে খাদ্যশস্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে সরবরাহে বাধা দেবে না তাঁর দেশ।

তিনি বলেন, লাতভিয়ার কৃষি মন্ত্রণালয় একটি আইনের খসড়া প্রণয়ন করছে, যেটি অনুসারে খাদ্যশস্যের আমদানি ও শুল্প ছাড় প্রক্রিয়ায় গন্তব্যের তথ্য দিতে হবে। তবে, রাশিয়া ও বেলারুশ থেকে খাদ্যশস্য সরাসরি লাতভিয়ায় আমদানি করা যাবে না।

তিনি আরও বলেন, চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে রাশিয়ার খাদ্যশস্য ক্রয়কারী প্রতিষ্ঠান ও কৃষকরা লাতভিয়ার সংশ্লিষ্ট জাতীয় ভর্তুকি ও সহায়তা আর পাবে না।

এদিকে, লাতভিয়ার কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, ইইউ-তে রুশ কৃষিজাত দ্রব্য ও খাদ্যদ্রব্যের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ লাতভিয়া। এক্ষেত্রে স্পেন আছে প্রথম স্থানে। রুশ খাদ্যশস্য পরিবহনে বাধা দিলে, লাতভিয়ার বিভিন্ন বন্দর ও রেলপথের বার্ষিক প্রায় ১০ কোটি ইউরোর ক্ষতি হবে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)