‘কাতার-চীন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত হবে’
2024-01-30 11:38:22

জানুয়ারি ৩০: কাতার ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে এবং চীনের সাথে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে প্রচেষ্ট চালিয়ে যাবে। গত রোববার কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এ কথা বলেন।

এদিন দেশটিতে নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছাও শিয়াওলিনের রাষ্ট্রীয় পরিচয়পত্র গ্রহণের সময় তামিম বলেন, বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভুমিকা পালন করায় তার দেশ চীনের প্রশংসা করে। কাতার চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় বাড়াতে এবং বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

আমির আরও বলেন, তার দেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। দু’দেশ পারস্পরিক কেন্দ্রীয় স্বার্থে একে অপরকে সমর্থন দেয় এবং দু’দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক, বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দিন দিন গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ইস্যুতেও দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

এ সময় রাষ্ট্রদূত ছাও শিয়াওলিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে। দু’পক্ষের পারস্পরিক রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে গভীরতর হচ্ছে, বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রয়েছে।

তিনি আরও বলেন, চীন-কাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে। চীন বিভিন্ন ক্ষেত্রে কাতারের সাথে সহযোগিতা গভীরতর করতে আগ্রহী। (প্রেমা/আলিম/রুবি)