‘অনেক দিন পর’
2024-01-30 18:14:36

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী তেং জি ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

তেং জি ছি- তার আসল নাম তেং শি ইং। ১৯৯১ সালের ১৬ অগাস্ট চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। ৪ বছর বয়সে তিনি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে স্থানান্তরিত হন। তিনি খুব মেধাবী একজন গায়িকা।

তেং জি ছি’র বাবা হংকংবাসী। তার মা শাংহাই কনসারভেটরি অব মিউজিক পড়তেন। তার নানী গান গাওয়া শেখান। তার নানা স্যাক্সোফোন শিল্পী। তার পরিবারের প্রভাবে তেং জি ছি ছোটবেলা থেকেই সংগীত সম্পর্কে বেশ অনুরাগী ছিলেন।

বন্ধুরা, এখন শুনুন তেং জি ছি’র কণ্ঠে ‘অনেক দিন পর’ নামের একটি গান। গানের কথায় বলা হয়, হতে পারে এটি অনিচ্ছা, হয়তো এটি একটি করুণা। হয়তো আমি এটা বিশ্বাস করতে পারছি না, হঠাৎ তুমি আর আশেপাশে নেই। আমি যা দিতে পারি সবই তোমাকে দিয়েছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। হয়তো তোমার সাথে দেখা হওয়া এক ধরনের ভাগ্য, কিন্তু বিচ্ছেদ ঈশ্বরের ইচ্ছা। এটা এমন নয় যে, আমি এর মুখোমুখি হতে পারি না। আমি তোমাকে এত বছর ধরে ভালবাসি, অন্তত আমি সত্যিই এর জন্য অনুশোচনা করি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন তেং জি ছি’র গাওয়া ‘মোটামুটি মেয়ে’ । গানের কথাগুলো এমন: প্রায় একই মেয়ে, অনেকটা সুন্দর। তাদের একই রকম ইচ্ছা আছে। তাদের ইচ্ছাকে নেতৃত্ব দেয়। আমি একই বাড়িতে ফিরে এসেছি। একই সোফায় শুয়ে আছি।  মেয়েরাও প্রায় একই রকম। যেন অসহায়! প্রায় একই মেয়ে। অনেকটা সুন্দর।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন তেং জি ছি’র গান ‘চিড়িয়াখানা’। গানের কথায় বলা হয়, ইডেনের বাগানের কিংবদন্তি, আসল প্রেমে কোনো প্রতারণা নেই।  প্রতিদিন সহজভাবে বাঁচুন। মানুষ সত্যিই একে অপরের যত্নে থাকে। আমার হৃদয় এক অনন্য ছন্দে স্পন্দিত হয়। কমলার মুখের হাসি। আকাশচুম্বী চিড়িয়াখানায় বাস করুন। সভ্যতা ও পশুরা একে অপরের সাথে কাজ করে। আমি সাদা কালো মুখের দিকে তাকালাম। একেকজন একেক ভাবনায় রঙ বদলে দেয়। মানুষের হৃদয় খুব অপ্রত্যাশিত এবং চঞ্চল।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি তেং জি ছি’র আরেকটি গান, গানের নাম ‘স্বচ্ছ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তেং জি ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)