চীন দৃঢ়ভাবে চীনা উদ্যোগ ও নাগরিকদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করবে
2024-01-30 18:58:51

 জানুয়ারি ৩০: সম্প্রতি যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানিগুলির উপর একাধিক অভিযান হয়েছে, যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত চীনা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মোবাইল ফোন ও কম্পিউটারের মতো ব্যক্তিগত সরঞ্জাম জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ আচরণ গুরুতরভাবে চীনা উদ্যোগের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করেছে এবং চীনা কোম্পানিগুলির যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আস্থায় আঘাত করেছে। চীন দৃঢ়ভাবে চীনা উদ্যোগ ও নাগরিকদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষা করবে।

আজ (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায় যে, যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে চীনা কোম্পানি এবং ব্যবসায়িক কর্মীদের বিরুদ্ধে আচরণ বন্ধ করা এবং তাদের একটি নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য ব্যবসার পরিবেশ দেওয়া। চীন এ বিষয়ে গভীর মনোযোগ দিয়েছে এবং দৃঢ়ভাবে চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)