চীন-নাউরু সম্পর্ক দ্রুত উন্নত হবে: চীনা মুখপাত্র
2024-01-30 20:20:48

জানুয়ারি ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন জানান, চীনের পতাকা আবার নাউরুতে উত্তোলন হয়েছে। যা দু’দেশের সম্পর্কের দ্রুতগতির উন্নয়নের পূর্বাভাস দেয়। 


মুখপাত্র জানান, ২৯ জানুয়ারি নাউরুতে চীনা দূতাবাস পুনরায় উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নাউরুর পররাষ্ট্রমন্ত্রী ফের ঘোষণা করেন যে, নাউরু এক-চীন নীতিতে অবিচল থাকবে, যা নাউরু’র মৌলিক কূটনৈতিক নীতি। তিনি জানান, চীন ও নাউরু কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর, দু’দেশের সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে এবং একে নাউরুর জনগণ সমর্থন জানায়। দু’পক্ষের ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে নাউরু অনেক প্রত্যাশা করে।


ওয়াং ওয়েন বিন জানান, গত ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর দ্রুত দূতাবাস চালু করতে একমত হয়েছে। দু’পক্ষের অভিন্ন চেষ্টার পর কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের মাত্র ৫ দিনের মধ্যে চীনের পতাকা নাউরুতে উড়ছে। এতে বোঝা যায় যে, ‘এক চীন নীতিতে’ অবিচল থাকা আন্তর্জাতিক পরিবার অবশ্যই বড় হবে। চীন-নাউরু একযোগে সম্পর্কের উন্নয়ন এগিয়ে নিয়ে দু’দেশের জনকল্যাণ করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)