চীনে ‘ছুন ইউনের’ প্রথম চার দিনে যাত্রীসংখ্যা ৭৬ কোটি ছাড়িয়েছে
2024-01-30 20:23:16

জানুয়ারি ৩০:আজ (মঙ্গলবার) হচ্ছে ‘বসন্ত উৎসবে যাতায়াতের ব্যস্ততা’ তথা ‘ছুন ইউনের’ পঞ্চম দিন। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত, ‘ছুন ইউনে’ দেশজুড়ে যাতায়াত করেছে ৭৬ কোটিরও বেশি মানুষ। 


তথ্যানুযায়ী, ২৯ জানুয়ারি চীনে যাতায়াত করেছে ১৯১৪.৪ লাখ মানুষ; যা ২০২৩ সালের একই সময়ের চেয়ে ১৪.৪ শতাংশ বেশি। 


এর মধ্যে রেলপথে যাত্রীসংখ্যা ১২০.৬৭ লাখ; যা ২০২৩ সালের ডিসেম্বর মাসের একই দিনের চেয়ে ২.৯শতাংশ বেশি এবং ২০২৩ সালের একই সময়ের চেয়ে ৮৪.৮ শতাংশ বেড়েছে। 


সড়কপথে যাত্রীসংখ্যা ১৭৬৭.২ লাখ; যা ২০২৩ সালের একই সময়ের চেয়ে ১০.৯ শতাংশ বেশি। 


নৌপথে যাত্রীসংখ্যা ৬.৪৪ লাখ; যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৫৭.৪ শতাংশ বেশি। 


বিমানযাত্রীর সংখ্যা ২০.০৮ লাখ পৌঁছেছে। এ সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে। 


উল্লেখ্য, এ বছর ‘ছুন ইউন’ ২৬ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত- মোট ৪০ দিন বজায় থাকবে। এ সময় চীনারা জন্মস্থানে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলনের চেষ্টা করেন অথবা পরিবার নিয়ে ভ্রমণ করেন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)