চীনের ব্যবসায়িক পরিবেশকে প্রতিষ্ঠানগুলো সন্তোষজনক মনে করছে
2024-01-30 17:33:12

জানুয়ারি ৩০: আজ (মঙ্গলবার) সকালে, চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কমিশন এক সংবাদ সম্মেলন করেছে এবং "২০২৩ সালে চীনের ব্যবসার পরিবেশ গবেষণা রিপোর্ট" প্রকাশ করেছে। রিপোর্ট থেকে জানা গেছে, জরিপে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ কোম্পানি চীনের ব্যবসায়িক পরিবেশে "সন্তুষ্ট" এবং তার  উপরে মনে করছে।

উপ-সূচকের পরিপ্রেক্ষিতে, রিপোর্টের মূল্যায়ন সূচক ব্যবস্থায় ১২টি প্রথম-স্তরের সূচক যেমন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা এবং প্রত্যাহার, অবকাঠামো, নীতি ও সরকারী বিষয়, সামাজিক ঋণ, ন্যায্য প্রতিযোগিতা, অর্থ, কর এবং শুল্ক পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।

কমিশনের মুখপাত্র ইয়াং ফান বলেন, জরিপের ফলাফল থেকে জানা যায়, শুল্ক পরিষেবা, কর পরিষেবা এবং সামাজিক ঋণের তিনটি সূচককে উচ্চ রেট দেওয়া হয়েছে এবং মানবসম্পদ, শুল্ক পরিষেবা, অবকাঠামোর চারটি সূচক বৃদ্ধি পেয়েছে এবং প্রতিষ্ঠানের লাভের একটি বর্ধিত অনুভূতি রয়েছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)