পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ সমন্বয়ব্যবস্থা প্রতিষ্ঠা করবে পাকিস্তান ও ইরান
2024-01-30 11:25:07

জানুয়ারি ৩০: পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ সমন্বয়ব্যবস্থা প্রতিষ্ঠা করবে পাকিস্তান ও ইরান, যার লক্ষ্য দু’দেশের সমৃদ্ধির জন্য নেওয়া অভিন্ন কর্মসূচি বাস্তবায়নকাজ তত্ত্বাবধান করা। গতকাল (সোমবার) পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতি অনুসারে, সোমবার পাক পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তাঁরা দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা সংক্রান্ত উদ্যোগ সম্প্রসারণ করতে এবং দু’দেশের মধ্যে গোয়েন্দা সহযোগিতা জোরদার করতে, অবিলম্বে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তুরবত ও দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের জাহেদানে লিয়াজোঁ কর্মকর্তা নিয়োগ করতে রাজি হন।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান ইরানের সাথে ব্যাপক সহযোগিতা গভীরতর করার চেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক। এ ছাড়া, সন্ত্রাসদমনেও দু’দেশ যৌথভাবে কাজ করবে। (প্রেমা/আলিম/রুবি)