প্রাসঙ্গিক পক্ষকে শান্ত থাকা এবং সংযম বজায় রাখার আহবান জানায় চীন
2024-01-30 17:58:11

 জানুয়ারি ৩০: সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছে। নতুন দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে হামলায় এক মার্কিন সেনা নিহত হলো। এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রতিবেদন লক্ষ্য করেছি এবং এটাও লক্ষ্য করেছি যে, ইরান এ হামলার সাথে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। চীন আশা করে, সব প্রাসঙ্গিক পক্ষ শান্ত ও সংযম থাকবে, সংলাপ ও যোগাযোগ জোরদার করবে, প্রতিশোধের পথ এড়াবে এবং আঞ্চলিক উত্তেজনার বৃদ্ধি রোধ করবে।

(জিনিয়া/তৌহিদ)