লোহিত সাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধে হামলা বন্ধে চীনের আহ্বান
2024-01-30 17:36:10

জানুয়ারি ৩০: চীন লোহিত সাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানায়।

আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি বলেন, লোহিত সাগর হল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পণ্য পরিবহন ও জ্বালানি বাণিজ্যের চ্যানেল। চীন সেখানকার পরিস্থিতির অবনতি চায় না। চীন সেখানকার বেসামরিক জাহাজের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানায়। ইয়েমেনসহ লোহিত সাগর সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বকে সম্মান করা এবং  বিভিন্ন দেশের সঙ্গে পরিস্থিতি প্রশমনের জন্য সক্রিয় চেষ্টা চালাতে চায় চীন।

 

ওয়াং ওয়েন বিন বলেন, লোহিত সাগরের পরিস্থিতির অবনতির মূল কারণ হল, গাজা পরিস্থিতির প্রভাব। চীন গাজার সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ দেয়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)