রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইইউ
2024-01-30 11:20:42

জানুয়ারি ৩০: রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পরিষদ। গতকাল (সোমবার) এক বিবৃতিতে পরিষদ জানায়, চলমান নিষেধাজ্ঞা চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বলবত থাকবে।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় পড়বে বাণিজ্য, অর্থ, মাল- পরিবহন, সমুদ্রপথে পরিবাহিত তেল, বিলাসদ্রব্য, ও গণমাধ্যম।

ইইউ পরিষদ আরও জানায়, রাশিয়া-ইউক্রন সংঘাত অব্যাহত থাকলে মস্কোর বিরুদ্ধে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, ইইউ-তে নিযুক্ত রুশ কূটনীতিবিদরা এক বিবৃতিতে বলেছেন, রুশ অর্থনীতি ধ্বংস হয়নি, বরং ইইউ’র সংশ্লিষ্ট অপচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া কোনো কৌশলগত ব্যর্থতার সম্মুখীন হয়নি। ইইউ পরিষদের সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা রাজনৈতিক ব্ল্যাকমেইল ও নতুন ঔপনিবেশবাদী আচরণ ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর, ইইউ মস্কোর বিরুদ্ধে টানা ১২ দফা  নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়াও এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)