চীনা পররাষ্ট্রমন্ত্রীর থাইল্যান্ড সফরে দু’পক্ষ ধারাবাহিক মতৈক্যে পৌঁছেছে: চীনা মুখপাত্র
2024-01-30 20:21:32


জানুয়ারি ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রীর থাইল্যান্ডের সফরে দু’পক্ষ ধারাবাহিক মতৈক্যে পৌঁছেছে। দু’পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা হবে, দুপক্ষ দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে, কৌশলগত দিকনির্দেশনা জোরদার করবে, অব্যাহতভাবে পরস্পরের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে সমর্থন জানাবে এবং একযোগে আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর ধারাবাহিক অনুষ্ঠানের পরিকল্পনা করবে। 


এ ছাড়া পারস্পরিক কল্যাণকর সহযোগিতায় গুরুত্ব দেওয়া, সাংস্কৃতিক ও ব্যক্তিগত পর্যায়ের বিনিময় বাড়ানো ও বহুপাক্ষিক সমন্বয় জোরদার করার খাতে দু’পক্ষ একযোগে কাজ করবে। ‘শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মৌলিক নীতিতে’ অবিচল থাকা ও প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়নের বিষয়েও দু’পক্ষ একমত হয়েছে। 


জনাব মুখপাত্র আরও জানান, থাইল্যান্ডের কৃষি পণ্যসমূহকে চীনে রপ্তানি করা-বিষয়ক চুক্তিসহ নানা সহযোগিতা দলিল স্বাক্ষর করেছে দুই পক্ষ। 


 (আকাশ/তৌহিদ/ফেইফেই)