‘খাঁচা’
2024-01-29 16:14:02

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী চাং পি ছেন-এর কন্ঠে ‘খাঁচা’ শীর্ষক গান। ২০১২ সালে তিনি দক্ষিণ কোরিয়ার কেবিএস টিভি কেন্দ্রে আয়োজিত ২০১২ কি-পপ প্রতিযোগিতার চীন বিভাগে প্রথম স্থান লাভ করেন। ২০১৩ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০১৪ সালে চীনের একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এর পর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘গ্রোথ রিং’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চাং পি ছেন-এর কন্ঠে ‘গ্রোথ রিং’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সাদা পিওনি ফুল ফুটেছে’ শীর্ষক গান। গানের কথা এমন: ‘সে বছর সাদা পিয়োনি ফুল ফুটেছিলো। এ দৃশ্য সবসময় আমার স্বপ্নে আসে। আমরা হাতে হাত রেখে সাদা ফুলের সমুদ্রে ভাসছিলাম। তখন আকাশ ছিলো গভীর নীল, সময়ের গতি ছিলো অনেক ধীর। আমার স্মৃতি এতো মিষ্টি! যখন সাদা ফুলের সমুদ্র আমার স্বপ্নে আসে, তখন যেন সময় থেমে যায়। আমার স্মৃতিতে আমাদের যুব সময়ের সাদা প্রতিশ্রুতি খোদাই করা আছে। আমি স্বপ্ন থেকে জাগতে চাই না। এটি হলো আজীবনের সবচেয়ে সুন্দর জিনিস। বছরগুলো কেটে গেছে, আমাদের যুব সময় চলে গেছে। তখন সবকিছু হলো গতকালের। আমার মনে আগের স্পষ্ট হাসি যেন গতকালের সাদা প্রতিশ্রুতি। বিশুদ্ধ ও সুন্দর। এখনো আমরা পরস্পরের কথা পড়ছি। আমাদের প্রতিশ্রুতি অপরিবর্তনীয়। আমরা পুনরায় সাদা সমুদ্রে পুনর্মিলিত হতে চাই। আমাদের বিশুদ্ধ ভালোবাসা ধীরে ধীরে আগের স্থানে ফুটেছে। অপরিবর্তনীয় প্রতিশ্রুতি, আমার পিছনে যে মানুষ আজীবন থাকবে সে হবে তুমি’।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী চাং পি ছেন-এর কন্ঠে ‘সাদা পিয়োনি ফুল ফুটেছে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে আরেকটি সুন্দর গান শোনাতে চাই। গানের শিরোনাম হলো ‘অশ্রু জানে’, গেয়েছেন চীনের তাইওয়ানের কণ্ঠশিল্পী ওয়েন লান। তিনি ১৯৭৯ সালের ১৬ জুলাই তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়িকা ও অভিনেত্রী। চলুন আমরা গানটি শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়েন লান’র কন্ঠে ‘অশ্রু জানে’ শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সালে তিনি চলচ্চিত্রের জন্য কাজ করেন। ২০১৪ সালে তিনি নিজের সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ছাদ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়েন লান’র কন্ঠে ‘ছাদ’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘গ্রীষ্মকালের বাতাস’ শীর্ষক গান। গানের কথা এমন: ‘জুলাই মাসের বাতাস অলস। তখন মেঘ উষ্ণ। তাড়াতাড়ি আবহাওয়া গরম হয়ে ওঠে। বৃষ্টির পর তাপমাত্রার পরিবর্তন হয়। আমি নিজের চোখ বন্ধ করি। কল্পনায় দেখি, আমার মুখ তোমার বুকে। আমি তোমার হৃত্স্পন্দন শুনতে পাই। গ্রীষ্মকালের বাতাস আমি আজীবন মনে রাখবো। আমি স্পষ্টভাবে বলেছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার হাসিমাখা মুখ দেখেছি। গ্রীষ্মকালের বাতাস বইছে। তোমার চুল আমার কানের উপর এসে পড়েছে। এটি হলো আমাদের দু’জনের গ্রীষ্মকাল। বাতাস আসতে আসতে বলছে, নরম ও অলস সমুদ্রের বাতাস উচ্চ পাহাড়ে গেছে। এতো নরম ও অলস বাতাসে কেন আমি আহত হই? কেন তুমি এখানে নেই? কেন তুমি ফিরে আসবে না?”

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)