৪৮ ঘন্টায় গাজায় ৩৫০ ফিলিস্তিনি হত্যা
2024-01-29 10:12:49

জানুয়ারি ২৯: গতকাল (রোববার) হামাসের মিডিয়া কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিগত ৪৮ ঘন্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে, অন্তত ৩৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে বলা হয়, উক্ত সময়ে অন্তত ৩৮টি হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েক ডজন লাশ তখন পর্যন্ত রাস্তায় পড়ে আছে এবং উদ্ধারকারীরা তাদের কাছাকাছি যেতে পারছে না।

এদিকে, গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের নাসের হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে। পাশাপাশি, গাজায় ৭ সহস্রাধিক রোগীর বিদেশে চিকিত্সা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবরের পর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত, গাজায় ইসরায়েলি হামলায় ২৬ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৬৫ সহস্রাধিক আহত হয়েছে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)