থাই প্রধানমন্ত্রীর সাথে ওয়াং ই’র সাক্ষাত্
2024-01-29 19:32:16


জানুয়ারি ২৯: আজ (সোমবার) ব্যাংককে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।


ওয়াং ই প্রথমে থাই প্রধানমন্ত্রীকে চীনা নেতার শুভেচ্ছা জানান। তিনি জানান, স্রেথা থাভিসিন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর, আসিয়ানের বাইরে চীনে প্রথম সফর করেছিলেন। এতে দু’দেশের সম্পর্কের প্রতি তাঁর গুরুত্ব প্রতিফলিত হয়। পাশাপাশি, দু’দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছে এবং দু’দেশের সম্পর্ক গভীরতর হয়েছে। দু’দেশের নেতৃবৃন্দ দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণের পরিকল্পনা করেছেন। যা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন অধ্যায় শুরু করেছে। 


তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে থাইল্যান্ডকে গুরুত্ব দেয় চীন। এবারের সফরের লক্ষ্য- দু’দেশের নেতৃবৃন্দের মতৈক্য বাস্তবায়ন করা, বিভিন্ন খাতে দু’দেশের সহযোগিতা এগিয়ে নেওয়া এবং ‘চীন থাইল্যান্ড একই পরিবারের মতো সম্পর্ক’ উন্নত করা। 


তিনি বলেন, তাইওয়ান বিষয়টি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার সঙ্গে জড়িত। ‘এক চীন নীতিতে’ থাইল্যান্ড অবিচল রয়েছে। এর প্রশংসা করে চীন। চীন আশা করে, চীনের একীকরণের গুরুত্ব থাইল্যান্ড উপলব্ধি করবে এবং সমর্থন দেবে। 


তিনি আরও বলেন, চীন-থাইল্যান্ডের ভিসামুক্ত যাতায়াত পারস্পরিক পর্যটন খাত এগিয়ে নেবে। এ ছাড়া, আর্থ-বাণিজ্যিক বিনিয়োগসহ নানা খাতে সহযোগিতা জোরদার করতে চায় চীন। উচ্চ গুণগত মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা জোরদার করার কথাও বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)