‘অশ্রু জানে’
2024-01-29 16:09:29

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ওয়েন লানের কন্ঠে ‘অশ্রু জানে’ গানটি। এখন আমি আপনাদেরকে ‘তৃণভূমির সাথে আমার চুক্তি আছে’ নামের একটি গান শোনাতে চাই। গেয়েছেন উলানতুওইয়া। তিনি ইনারমঙ্গোলিয়ার হুলুনবের শহরের হাইলার এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান গাইতেন। তিনি দুষ্টু গায়ক নামে পরিচিত। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন উলানতুওইয়া’র কন্ঠে ‘তৃণভূমির সাথে আমার চুক্তি আছে’ শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি হাইস্কুল থেকে পাস করার পর বেইজিংয়ে এসে সংগীত শেখা শুরু করেন। ১৯৯৮ সালে তিনি প্রথম গান লিখেন। ২০০৬ সালে তিনি সিসিটিভির এক সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উলানবাতারের রাত’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন উলানতুওইয়া’র কন্ঠে ‘উলানবাতারের রাত’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ঘোড়ার ছড়ি’ শীর্ষক গান। গানের কথা এমন: ‘আমাকে আকাশ ও সূর্য দাও, আমাকে বৃক্ষহীন তৃণভূমি, একজন শক্তিশালী বীর দাও। আমাকে একটি ঘোড়ার ছড়ি দাও। আমাকে একটি সাদা মেঘ দাও ও বিশুদ্ধ মনোভাব দাও। আমাকে সুন্দর বাতাস দাও। আমাকে পশু খামারে এনকাউন্টারের সুযোগ দাও। আমাকে একটি উষ্ণ চোখ দাও। দ্রুতগামী ঘোড়া বাতাসের মতো দ্রুত। অশেষ বৃক্ষহীন তৃণভূমিতে তুমি ভ্রমণ করতে পারো। তোমার হৃদয় ভূমির মতো প্রশস্ত। যে বীর ঘোড়ার লাগাম ধরে, তা আমার হৃদয়ে। আমি তোমার প্রশস্ত বুকে গলে যেতে চাই।’

 চলুন, আমরা গানটি শুনবো

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন উলানতুওইয়া’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী আ সি’র পরিচয় দেবো। তিনি ১৯৮৯ সালের ৪ জুলাই শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। ২০১০ সাল থেকে তিনি ওয়েবসাইটে নিজের লেখা অনেক গান প্রকাশ করেন। ২০১১ সালে তার নিজের লেখা ‘আমি জনগণ মহাচত্বরে ফ্রায়েড চিকেন খাই’ নামের গান সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি না আসা পর্যন্ত’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী আ সি’র কন্ঠে ‘তুমি না আসা পর্যন্ত’ শীর্ষক গান। ২০১৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি সবচেয়ে জনপ্রিয় লোকগান কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি গিটার বাজানো শেখা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে তার বিষয় ছিল ব্যবসায় প্রশাসন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পৃথিবীতে আরেকটা আমি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)