এআই উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচিত উপযোগী পরিবেশ সৃষ্টি করা
2024-01-29 17:55:47

জানুয়ারি ২৯: চীনা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাত্ এআই প্রশিক্ষণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

মুখপাত্র বলেন, এআই’র উন্নয়ন মানবজাতির ভাগ্যের সঙ্গে জড়িত। যা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা দরকার, বিচ্ছিন্নতা ও নিষেধাজ্ঞা আরোপ করে নয়। চীন যুক্তরাষ্ট্রকে বৈজ্ঞানিক উন্নয়নের নিয়ম লঙ্ঘন না করে, বাজার অর্থনীতি এবং ন্যায়সঙ্গত নীতি অনুযায়ী এআই খাতের আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার তাগিদ দেয়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)