সাবমেরিনভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
2024-01-29 15:05:52

জানুয়ারি ২৯: গতকাল (রোববার) সকালে নতুন উন্নত ‘রকেট-৩-৩১’ নামক সাবমেরিনভিত্তিক কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন গোটা প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেন। আজ (মঙ্গলবার) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

এজেন্সির প্রতিবেদন অনুসারে, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়ার পূর্ব জলসীমার উপর দিয়ে উড়ে যায় এবং যথাক্রমে ৭৪২১ সেকেন্ড ও ৭৪৪৫ সেকেন্ড পর দ্বীপের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

কিম জং-উন এ সময় বলেন, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা সময়ের দাবি এবং জাতীয় পারমাণবিক কৌশলগত সশস্ত্র বাহিনী গড়ে তোলার মূল কাজ। 

(অনুপমা/আলিম)