চীন-থাইল্যান্ড ভিসামুক্ত সুবিধা চুক্তি স্বাক্ষরিত
2024-01-29 15:05:20

জানুয়ারি ২৯: চীন ও থাইল্যান্ডের মধ্যে সম্প্রতি ব্যাংককে একটি ভিসামুক্ত সুবিধাচুক্তি স্বাক্ষরিত হয়।  চুক্তিটি ২০২৪ সালের ১ মার্চ থেকে কার্যকর হবে।

চুক্তি অনুসারে, দু’দেশের সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা একে অপরের দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে এবং সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবে। তবে, প্রতি ১৮০ দিনে এ পদ্ধতিতে ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না। 

(অনুপমা/আলিম)