থাই রাজকুমারী ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2024-01-29 19:23:24

জানুয়ারি ২৯: রোববার ব্যাংককে থাইল্যান্ডের রাজকুমারী মাহা সিরিনধোর্ন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন।


ওয়াং ই প্রথমে রাজা মাহা ভাজিরালোংকর্নের প্রতি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিবাদন পৌঁছে দেন। ওয়াং ই জানান, নতুন বছরের শুরুতে থাইল্যান্ড সফর করে তিনি আনন্দিত। এদিন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বার্ষিক আলোচনার আয়োজন করা হয়। এতে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে। এ ছাড়া, দু’পক্ষ ভিসামুক্ত যাতায়াতের চুক্তিও সাক্ষর করেছে। চীন ও থাইল্যান্ডের সম্পর্ক এক পরিবারের মতো, ভবিষ্যতে তা আরো ঘনিষ্ঠ হবে বলে আশা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 


ওয়াং ই বলেন, থাইল্যান্ডের রাজকীয় পরিবার সবসময় দু’দেশের বন্ধুত্বকে গুরুত্ব দিয়ে আসছে। তিনি প্রত্যাশা করেন, নতুন পরিস্থিতিতে দু’দেশের বন্ধুত্ব উন্নয়নে থাইল্যান্ডের রাজপরিবার অবদান রাখবে। 


ওয়াং ই আরও বলেন, রাজকুমারী হচ্ছেন চীনা জনগণের ভাল বন্ধু ও পুরাতন বন্ধু। তিনি ‘বন্ধুত্ব পদক’ অর্জন করেছেন। তিনি অর্ধশতাধিকবার চীন সফর করেছেন। জনগণের পারস্পরিক বোঝাপড়া জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি হচ্ছেন দু’দেশের বন্ধুত্বের প্রতীক। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকতে চীন আশা করে, থাইল্যান্ডের সাথে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় থাকবে, সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ হবে এবং দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক আরও উন্নত হবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)