সুষ্ঠু চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ
2024-01-29 17:57:14

জানুয়ারি ২৯: চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, চীন অপ্রমাণিত খবরে মন্তব্য করে না। চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিকজ সম্পর্কের সারমর্ম হল- পারস্পরিক সুবিধা এবং উভয়ের জয়। সুষ্ঠু চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে ওয়াং ওয়েন বিন এসব মন্তব্য করেছেন।

তিনি বলেন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা উভয় দেশ এবং তাদের জনগণের মৌলিক স্বার্থ ও বৈশ্বিক অর্থনীতি বৃদ্ধির জন্য সহায়ক।

(শুয়েই/তৌহিদ/আকাশ)