ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ মোকাবিলার মৌলিক উপায় ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন করা: চীনা মুখপাত্র
2024-01-29 19:33:55


জানুয়ারি ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে জানান, ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ মোকাবিলার মৌলিক উপায় হচ্ছে ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন করা।


ফিলিস্তিন সমস্যায় চীনের অবস্থান বরাবরই এক ও সুস্পষ্ট। বেসামরিক লোকদের জন্য ক্ষতিকর সব কর্মকাণ্ডের নিন্দা জানায় চীন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সব কর্মকাণ্ডের বিরোধিতা করে চীন। সংশ্লিষ্ট পক্ষসমূহের উচিত শিগগিরি সার্বিকভাবে যুদ্ধবিরতি করা, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বড় ধরনের মানবিক দুর্যোগ এড়ানো। 


‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন করার মাধ্যমে ফিলিস্তিন সমস্যার সার্বিক, সুষ্ঠু ও স্থায়ী সমাধান করা সম্ভব বলে মনে করে চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)