চীনা শিক্ষার্থীদের প্রত্যাবাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের দাবি
2024-01-29 17:54:54

জানুয়ারি ২৯: গতকাল (রোববার) যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস চীন-মার্কিন শিক্ষার্থীদের বিনিময় কার্যক্রমের ৪৫তম বার্ষিকী অর্থাত্ ২০২৪ সালে চীন-মার্কিন যুব বসন্ত উত্সব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এতে চীনা শিক্ষার্থীদের প্রত্যাবাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে দাবি জানায় চীন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের "চায়না অ্যাকশন প্ল্যান" এর "চিলিং এফেক্ট" দূর হয় নি। সম্প্রতি, ফ্লোরিডা পাবলিক স্কুলের পরীক্ষাগারে চীনা শিক্ষার্থীদের কাজ নিষিদ্ধ করার বিষয়ে একটি আইন জারি করা হয়েছে। প্রতি মাসে কয়েক ডজন আন্তর্জাতিক ছাত্র এবং অন্যান্য চীনা নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রত্যাখ্যান করা হয়। এসব ছাত্রদের বৈধ ভিসা আছে এবং তাদের কোনও অপরাধের রেকর্ড নেই। বিদেশ ভ্রমণ এবং চীনে আত্মীয়দের সাথে দেখা করার পরে, তারা যুক্তরাষ্ট্রে ফিরে যেতে যায়। কিন্তু তারা যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তখন তাদের একটি "ছোট কালো ঘরে" নিয়ে আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তার বাবা-মায়ের সাথে যোগাযোগ বন্ধ করতে বলা হয়, কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই লেবেল দেওয়া হয় এবং এমনকি জোরপূর্বক নির্বাসিত এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। চীন অবিলম্বে যুক্তরাষ্ট্রকে দৃঢ় বিরোধিতা জানায়। চীনা নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে চীন।

 

রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, পারস্পরিক শিক্ষা থেকে প্রাণশক্তি আসে এবং বিজ্ঞানের বিকাশ বিনিময়ের ওপর নির্ভর করে। বিদেশে অধ্যয়ন করা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এর জন্য প্রচুর শক্তি এবং মূল্যবান সম্পদ বরাদ্দ করতে হয়। শিক্ষাগত বিনিময় এবং সহযোগিতার রাজনীতিকরণ এবং শুধুমাত্র আন্তর্জাতিক ছাত্রদের অধ্যয়নের পথ অবরুদ্ধ করে না, বরং তাদের জীবনের পরিকল্পনাও পরিবর্তন করে, এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব বৈজ্ঞানিক গবেষণা পরিবেশ ও উদ্ভাবনের প্রাণশক্তিকে ক্ষতিগ্রস্ত করবে। যদি স্বাভাবিক বিনিময় কৃত্রিমভাবে বন্ধ করা হয়, তাহলে দুটি প্রধান দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখা ও উন্নত করা প্রশ্নাতীত বিষয়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)