দেশের সার্বভৌমত্ব এবং সাগরের অধিকার ও স্বার্থ রক্ষা করবে চীনের কোস্ট গার্ড: মুখপাত্র
2024-01-28 20:08:42

জানুয়ারি ২৮: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র কান ইউ জানান, ফিলিপিন্সের উচিত উস্কানি বন্ধ করা। রেনআই রিফ ও তার আশেপাশের সাগরে যথাযথ অধিকার ও স্বার্থ রক্ষা ও আইন প্রয়োগ জোরদার করবে চীনের কোস্ট গার্ড। পাশাপাশি, দেশের সার্বভৌমত্ব ও সাগরের অধিকার ও স্বার্থও রক্ষা করবে চীনের কোস্ট গার্ড।


তিনি জানান, গত ২১ জানুয়ারি ফিলিপিন্সের একটি ছোট বিমান চীনের রেনআই রিফে অবৈধভাবে প্রবেশ ও নোঙ্গর করে ফিলিপিন্সের একটি যুদ্ধজাহাজে রসদ সরবরাহ করেছিল। চীনের কোস্ট গার্ড এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে আইন অনুসারে সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়েছে। ফিলিপিন্স তাদের যুদ্ধজাহাজের সেনাদেরকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করার বিষয়ে চীন বিশেষ ব্যবস্থা নেয়। তবে ফিলিপিন্স বাস্তবতা অগ্রাহ্য করে মিথ্যা সংবাদ প্রচার করে এবং উস্কানি দেয়। তারা আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তাদের এহেন আচরণ দক্ষিণ চীন সাগরের উত্তেজনা প্রশমনে কোনো ভূমিকা রাখে নি। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)