যাত্রীসুবিধা নিশ্চিত করতে চীনে রেলপথ কর্তৃপক্ষের পদক্ষেপ
2024-01-28 20:14:18


জানুয়ারি ২৮: ‘বসন্ত উৎসবে যাতায়াতের ব্যস্ততা’ তথা ‘ছুন ইউনের’ সময় চীনজুড়ে রেলপথের যাত্রীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সবার সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চলের রেলপথ কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে। 


প্রতিবন্ধীদের সেবা দিতে চি পো রেলস্টেশন ‘বাধামুক্ত টিকেটের জানালা’ ও বিশেষভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ অবস্থার যাত্রীদের জন্য বিনামূল্যে নানা সেবা দেওয়া হচ্ছে। 


কুয়াং সি’র ইউ লিন রেলস্টেশন, প্রবীণ, ছোট, অসুস্থ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ যাত্রীদের জন্য  বিনামূল্যে ধারাবাহিক সেবা দিয়ে থাকে।  


সেন ইয়াং রেলপথ কর্তৃপক্ষ একাধিক রেলস্টেশনে, বিনামূল্যে মোবাইল ও ল্যাপটপ-সহ অন্যান্য যন্ত্রের ব্যাটারি চার্জের সেবা দেওয়া হচ্ছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)