‘বেল্ট অ্যান্ড রোড’ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেওয়া হবে: বাণিজ্য মন্ত্রণালয়
2024-01-28 20:15:10


জানুয়ারি ২৮: শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ‘বেল্ট অ্যান্ড রোড’ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেবে বাণিজ্য মন্ত্রণালয়।


বাণিজ্য বিনিয়োগে সহযোগিতা জোরদারের খাতে বাণিজ্য মন্ত্রণালয় চীন-ইউরোপ পণ্যবাহী ট্রেনসহ নানা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চ্যানেলের ভূমিকা আরও সুষ্ঠুভাবে পালন করবে। বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগে আরও সুষ্ঠু পরিবেশ ও সেবা দেওয়া হবে। 


চিকিৎসা ও শিক্ষাসহ নানা খাতে গুরুত্ব দেওয়া হবে এবং স্থানীয় জনকল্যাণে প্রকল্প বাস্তবায়ন করা হবে। 


নতুন খাতের সহযোগিতা জোরালো করা হবে। আরও বেশি দেশের সাথে সবুজ উন্নয়নে বিনিয়োগ সমঝোতাচুক্তি স্বাক্ষর করবে বাণিজ্য মন্ত্রণালয়। 


উপ-বাণিজ্যমন্ত্রী কুও থিং থিং জানান, চীন-আফ্রিকা আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক পাইলট জোনের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে একযোগে আর্থ-বাণিজ্যিক উদ্ভাবনী উন্নয়নের প্রদর্শনী পার্ক নির্মাণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)