১৫ বছর পর কাশগর থেকে ইসলামাবাদের আন্তর্জাতিক যাত্রী রুট আবার চালু হয়েছে
2024-01-28 18:46:57

জানুয়ারি ২৮: সিনচিয়াং পাইলট অবাধ বাণিজ্য অঞ্চলের কাশগর এলাকা নির্মাণের অগ্রগতির সাথে, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় আরও গভীর হয়ে উঠবে। গতকাল (শনিবার) বেলা ১টায় ১৪৪জন চীনা ও বিদেশি যাত্রী সিজি ৮০১৯ ফ্লাইটে সুষ্ঠুভাবে কাশগর লাইনিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। যা ২০০৯ সাল থেকে প্রায় ১৫ বছরের মধ্যে উরুমচি-কাশগর-ইসলামাবাদ আন্তর্জাতিক যাত্রী রুটে প্রথম আনুষ্ঠানিক ফ্লাইট পুনরুদ্ধার।

বর্তমানে, সিনচিয়াং সিল্ক রোড ইকোনমিক বেল্টের মূল অঞ্চলের সুবিধাগুলি ধীরে ধীরে স্পষ্ট হওয়ার কারণে ভ্রমণ চাহিদা বাড়ছে এবং ব্যবসায়িক বিনিময়ও বাড়ছে। কাশগর বিমানবন্দরটি "বেল্ট অ্যান্ড রোড"-এর যৌথ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর হিসাবে, আন্তর্জাতিক যাত্রী ও কার্গো ফ্লাইট সম্পূর্ণরূপে পুনরায় চালু হওয়ায় স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়ন আরও জোরদার হবে।

(জিনিয়া/তৌহিদ)