চীনাদের শারীরিক সুস্থতার মান অব্যাহতভাবে বাড়ছে
2024-01-28 20:12:50


জানুয়ারি ২৮: সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত, চীনাদের শারীরিক সুস্থতার মান অব্যাহতভাবে বাড়ছে। পাশাপাশি, শহরবাসী ও গ্রামবাসীদের শারীরিক সুস্থতার পার্থক্যও কমে আসছে।


সাম্প্রতিক বছরগুলোতে, চীনাদের শরীরচর্চার আগ্রহ অনেক বেড়েছে। ২০০০ সাল থেকে জাতীয় ক্রীড়া প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন বয়সের মানুষের শরীরের সুস্থতার মান পর্যবেক্ষণ করে আসছে। 


উদাহরণস্বরূপ, চিয়াং সি প্রদেশের হেং ফেং কাউন্টির প্রতিটি স্কুলে, তাদের বৈশিষ্ট্যময় ক্রীড়া কার্যক্রম রয়েছে। যেমন ফুটবল, মার্শাল আর্ট ইত্যাদি। সংশ্লিষ্ট নীতি অনুসারে, কাউন্টির প্রত্যেক প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিদিন এক ঘন্টারও বেশি শরীরচর্চা নিশ্চিত করা হয়। 


সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, কাউন্টির প্রাথমিক স্কুল ও মাধ্যমিক  স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার হার ২০২১ সালের ৬২.৮৭ থেকে ২০২৩ সালে ৬৯.১৮ শতাংশে উন্নীত হয়েছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)