চীনের মানবাধিকার কাজে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে
2024-01-27 18:31:04

জানুয়ারি ২৭: চীনের মানবাধিকার কাজে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার নির্বাহী পরিষদে চীনের প্রতিনিধি ছেন সুই।

গতকাল (শুক্রবার) জাতিসংঘের মানবাধিকার নির্বাহী পরিষদের জাতীয় মানবাধিকার পর্যালোচনা কর্মগ্রুপ চতুর্থ দফায় চীনের অংশগ্রহণের প্রতিবেদনটি গৃহীত হওয়ার পর, চীনা প্রতিনিধিদলের প্রধান এবং জাতিসংঘের জেনিভা কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রতিনিধি ছেন সুই চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে একথা বলেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের মানবাধিকার খাতে বিরাট অগ্রগতি নানা ক্ষেত্রে বোঝা যায়। যেমন, জনগণ কেন্দ্রিক উন্নয়নের চেতনা, সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা, মানবজাতির ইতিহাসের বৃহত্তম দারিদ্রমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়ন করা, আইন অনুসারে মানবাধিকার নিশ্চিত ও রক্ষা করা। চীন বিশ্বের মানবাধিকার পরিচালনায় বুদ্ধি ও প্রস্তাব দিয়েছে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)